Pages

Tuesday, June 14, 2016

Lovely old songs - Jhilik Jhilik by Lata

Was humming the song and then wondered if I could find the lyrics of the song somewhere.

Searching the net came across this at https://banglasongslyrics.wordpress.com/2014/07/27/%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%81%E0%A6%95-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AA/:

ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম,
ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম,
তোমায় তা দিলাম-
বললে তুমি মুক্তো কোথায়?
মুক্তো আমার চাই.
তাই, ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম।।
ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম,
তোমায় তা দিলাম-
বললে তুমি মুক্তো কোথায়?
মুক্তো আমার চাই.
তাই, ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম।।
ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম।
আর একদিন এক পাহাড় ঘেরা গাঁয়ে,
নাম না জানা ফুলে ফুলে গালিচা বিছায়-
তার কত না যে রঙের বাহার কত না আকার !
তার কত না যে রঙের বাহার কত না আকার !
রঙ্গিন রঙ্গিন মালা গেঁথে নিলাম,
রঙ্গিন রঙ্গিন মালা গেঁথে নিলাম,
তোমায় তা দিলাম-
বললে তুমি গোলাপ কোথায়?
গোলাপ আমার চাই-
তাই, ছুঁড়ে ছুঁড়ে তারে ফেলে দিলাম।।
ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম।
আজ তুমি নাই, মুক্তো গোলাপ নাই,
ঝিলিক ঝিলিক ঝিনুক রঙ্গিন রঙ্গিন ফুলও নাই।
আজ যতদূরেই চাই যে দেখি পড়ে আছে ছাই,
আজ যতদূরেই চাই যে দেখি পড়ে আছে ছাই।
ভাবি বসে আবার যদি পেতাম,
ভাবি বসে আবার যদি পেতাম-
পুরনো সেই দিন।
ছোট হাসির ছোট খুশির ফেলে দেওয়া দিন-
আজ বুকে করে তারে তুলে নিতাম।
ঝিলিক ঝিলিক ঝিনুক খুঁজে পেলাম,
রঙ্গিন রঙ্গিন মালা গেঁথেছিলাম,
ভাবি বসে আবার যদি পেতাম।

No comments:

Post a Comment