অবন্তী নগরে লক্ষ্মী হ’ল উপনীত।
Avanti Nagare Lokkhi holo Uponito
দেখিয়া শুনিয়া হ’ল বড়ই স্তম্ভিত।Dekhiya shuniya holo boroi stambitho
নগরের লক্ষপতি ধনেশ্বর রায়।
নগরের লক্ষপতি ধনেশ্বর রায়।
Nagarer Lakkhapati Dhaneshwar Ray
অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়।
অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়।
Agadh aishorjo tar Kuberer praye
সােনার সংসার তার শূন্য হিংসা দ্বেষ।
সােনার সংসার তার শূন্য হিংসা দ্বেষ।
Sonar songsar tar sonya hingsha dwesh
প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে ৷
প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষে ৷
prajagane palita se putra nirbisheshe
এক অন্নে সাত পুত্র রাখি ধনেশ্বর।
এক অন্নে সাত পুত্র রাখি ধনেশ্বর।
ek anne saat putra rakhi dhaneshwar
যথাকালে সসম্মানে গেল লােকান্তর ||
যথাকালে সসম্মানে গেল লােকান্তর ||
jatha kale sasammane gelo lokantar
পিতার মৃত্যুর পর সপ্ত সহােদর।
পিতার মৃত্যুর পর সপ্ত সহােদর।
pitar mrityur por sapta sahodar
হইল পৃথক অন্ন সপ্ত সহােদর ।
হইল পৃথক অন্ন সপ্ত সহােদর ।
hoilo prithak anna sapta sahodar
ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে।
ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সবারে।
krame krame lokkhi debi chharilo sabare
সােনার সংসার সব গেল ছারখারে।
সােনার সংসার সব গেল ছারখারে।
sonar songshar sab gelo chharkhare
বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে।
বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে।
briddha dhaneshwar patni na pari tishtite
গহণ কাননে যায় জীবন ত্যজিতে।
গহণ কাননে যায় জীবন ত্যজিতে।
gahan kanane jaye jeban tyajite
হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী।
হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী।
henkale chhaddabeshe debi narayani
বন মাঝে উপনীত হলেন আপনি।
বন মাঝে উপনীত হলেন আপনি।
Bon maajhe uponito holen apani
মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে।
Madhur bachanedebi jiggashe briddhare
কিজন্য এসেছ তুমি গহণ কান্তারে ।
কিজন্য এসেছ তুমি গহণ কান্তারে ।
kijonne esecho tumi gahan kantare
কাঁদিতে কাদিতে বৃদ্ধা অতি দুঃখভরে।
কাঁদিতে কাদিতে বৃদ্ধা অতি দুঃখভরে।
kandite kandite briddha ati dukhbhare
তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে।
তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে।
tahar bhagger katha bolio lokkhire
সহিতে না পারি আর সংসার যাতনা।
সহিতে না পারি আর সংসার যাতনা।
sahite na pari aar sangsar jatana
ত্যজিব জীবন আমি করেছি বাসনা ।
Tajebi jibon ami korechi basana
লক্ষ্মীদেবী বলে শুন আমার বচন।
লক্ষ্মীদেবী বলে শুন আমার বচন।
Lokkhidebi bole shono amar bachan
মহাপাপ আত্মহত্যা নরকে গমন।
মহাপাপ আত্মহত্যা নরকে গমন।
Mahapap atmyahatya narake gaman
আমি বলি সাধবী তুমি কর লক্ষ্মীব্রত।
ami boli sadhabi tumi koro lokkhibroto
আমি বলি সাধবী তুমি কর লক্ষ্মীব্রত।
ami boli sadhabi tumi koro lokkhibroto
দুঃখ রবি অস্ত যাবে হবে পূবমত।
dukkha robi oste jabe hobe purbomoto
মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন।
মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন।
monete lokkhir murti koriya chintan
একমনে ব্রতকথা করিবে শ্রবণ ।
একমনে ব্রতকথা করিবে শ্রবণ ।
Ekmone bratakatha koribe shraban
ঘরে গিয়ে এয়াে লয়ে কর লক্ষ্মীব্রত।
ghore giye eyo loye koro lokkhibroto
যেই গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয়।
যেই গৃহে লক্ষ্মীব্রত গুরুবারে হয়।
jei ghore lokkhibroto gurubare hoye
বাঁধা থকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় ।
বাঁধা থকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় ।
bandha thake lokkhi tatha janio nischoy
বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি।
বলিতে বলিতে দেবী নিজ মূর্তি ধরি।
bolite bolite debi nija murti dhori
দরশন দিল তারে লক্ষ্মী কৃপা করি ।
darshan dilo tar lokkhi kripa kori
দরশন দিল তারে লক্ষ্মী কৃপা করি ।
darshan dilo tar lokkhi kripa kori
মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল।
murti heri briddha tare pranam korilo
আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল ৷
আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল ৷
anadita hoye briddha grihete phirilo
গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন।
গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন।
grihete phiriya briddha korilo barnan
যেরূপে ঘটিল তার দেবী দরশন।
যেরূপে ঘটিল তার দেবী দরশন।
je rupe ghatilo tar debi darshan
ব্রতের বিধান সব বধূদের বলে ।
ব্রতের বিধান সব বধূদের বলে ।
brater bidhan sab bahudure bole
শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে ॥
শুনি বধুগণ ব্রত করে কৌতূহলে ॥
shuni bodhugan brata kore koutuhole
বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত।
বধূগণ লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত।
bodhugan loye briddhan kore lokkhibrata
হিংসা দ্বেষ-স্বার্থ ভাব হৈল তিরােহিত।
হিংসা দ্বেষ-স্বার্থ ভাব হৈল তিরােহিত।
hingsha dwesh swartho bhab hoilo tirohito
Thank you so much. I have been challenged for years - am unable to read joint bangla words. Would the earlier blog and this one be the complete Panchali?
ReplyDeleteThere is a part 3.
Delete